জমি নিয়ে সং ঘ র্ষে একজন নি হ ত

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামে সরকারি খাসজমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের ফয়জুন্নুর (৫৫) । ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারি) মানিকদা গ্রামের পার্শ্ববর্তী হাওরে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের মৃত নুর আলীর ছেলে ফজলু মিয়ার সাথে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ফয়জুন্নুরের খাসজমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকাল ১১টায় বিরোধকৃত জমিতে ফয়জুন্নুর ধান লাগাতে গেলে ফজলু মিয়ার লোকজন বাধা দিলে সেখানেই উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এতে নিহত ফয়জুন্নুর (৫৫) ও তাঁর ভাই জয়তুন্নুর (৫০) আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইতিষা রায় ফয়জুন্নুরকে মৃত বলে ঘোষণা করেন। দিরাই থানা ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, সকালে খাসজমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে, এতে আহতদের মধ্যে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker