গণমানুষের কবি দিলওয়ারের ৮৮তম জন্মদিন উদযাপন

একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

জন্মদিন উপলক্ষ্যে সোমবার (১ জানুয়ারি) সিলেট নগরীর ভার্থখলা খান মঞ্জিলে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকালে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।

সাধারণ সম্পাদক এম আলী হোসাইনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- কবি দিলওয়ার তনয়া রোজিনা বিনতে দিলওয়ার, সাজিয়া রহমান, ছড়াশিল্পী বিমল কর, গীতিকবি হরিপদ চন্দ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, লেখক নাবিল রহমান, কবি কামাল আহমদ, গীতিকার কুবাদ বখত রুবেল, কানিজ আমেনা কুদ্দুস, জোবায়দা বেগম আখি প্রমুখ।

একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার ১৯৩৭ সালের ১ জানুয়ারি সিলেট শহরের সুরমা নদীর দক্ষিণ পাড়ে ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রেরণাদানকারী বহু কবিতা ও গানের স্রষ্টা একুশে পদকপ্রাপ্ত এই কবি ২০১৩ সালের ১০ অক্টোবর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker