বিনোদন ডেস্ক : অবশেষে ছাড়পত্র পেলো শাকিব খান অপু বিশ্বাস অভিনীত সম্রাট সিনেমাটি। বৃহস্পতিবার বিকেলে কোনো কর্তন ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ছবিটি। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
রাজ বলেন,‘ আমরা ঈদেই ছবিটি মুক্তি দিচ্ছি। প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছি।’
শাকিব খান বলেন, ‘ইতিমধ্যেই সম্রাট ছবির রাত ভোর গানটি ইউটিউব দর্শকেরা পছন্দ করেছেন। বিগত ঈদগুলোতে আমার আর অপুর ছবি ভালো ব্যবসা করেছে। এবারের ঈদে দুজনের এই একটাই ছবি। নিশ্চয়ই দর্শকের আলাদা আগ্রহ থাকবে ছবিটি ঘিরে।’
অপু-শাকিব জুটি ছাড়াও ‘সম্রাট’ ছবিতে আরও অভিনয় করেছেন ভারতের অভিনেতা ইন্দ্রনীল।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আয়নাবাজি মুক্তি পাচ্ছে কানাডা-অস্ট্রেলিয়ায়
বিনোদন ডেস্ক ; অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ বাংলাদেশে মুক্তি পায় গেল ৩০ সেপ্টেম্বর। …