বিনোদন ডেস্ক : সম্প্রতি বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের পর পরই বেশ ঝামেলায় পড়তে হয় তাকে। শাওন নামের এক যুবক মাহিকে তার স্ত্রী দাবি করে বসেন। এনিয়ে জল কম ঘোলা হয়নি। শেষশেষ দুই পরিবারের মধ্যস্ততায় দফারফা হয়। এখন বেশ সুখেই আছেন মাহি। ফিরেছেন শুটিংয়ে। এমনকি মাহি তার স্বামী অপুকে নিয়ে নিয়মিত শুটিং স্পটিও আচ্ছেন।
আজ সকালে মাহি তার ব্যক্তিগত ফেসবুক পেজে অপুকে নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে অপু মাহিকে কোলে নিয়ে বসে আছেন। মাহি লিখেছেন, ‘আজকে রাস্তার জ্যাম গুলোও কেন যেন সুন্দর। এতদিন আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুটিং এ যেতাম, আজকে উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে শুটিং এ নিয়ে যাচ্ছে। অপু তুমি একটু আস্তে নাক ডাকবা প্লিজ। বাই দ্য ওয়ে লাইফ ইজ বিউটিফুল। লেট ইট বি।’