সিলেট ভিউজ টুয়েন্টিফোর ডট কম: খুলনায় ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরে বরিশাল বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মোসাদ্দেক হোসেনের ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৫২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল। জবাবে রাজিন সালেহর ব্যাটিং দৃঢ়তায় সবকটি উইকেট হারিয়ে ৪০০ রান তোলে সিলেট। প্রথম ইনিংসে ১২৭ রানে এগিয়ে থেকে বরিশাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৪৬ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।প্রথম ইনিংসে বড় স্কোর গড়া বরিশালের দ্বিতীয় ইনিংসে শুরুটা অবশ্য ভালো হয়নি। ৬ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও শাহিন হোসেন। প্রথম ইনিংসে ফিফটি করা নাফীস-শাহিনের ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে আসে ১ রান করে। আবুল হাসানের বলে জাকির হোসেনকে ক্যাচ দেন নাফীস আর আবু জায়েদের বলে বোল্ড হন শাহিন।এরপর দলীয় ২৫ রানে ওই জায়েদের বলেই বোল্ড হন চারে নামা মোহাম্মদ সজীব। চতুর্থ উইকেটে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৮৫ রান যোগ করে আউট হন ফজলে মাহমুদ রাব্বি। দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করেন আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রাব্বি।এরপর দলীয় ১২৩ রানে একই ওভারে পর পর ২ বলে সোহাগ গাজী ও আল-আমিনকে সাজঘরে ফেরান রাহাতুল ফেরদৌস। পরের ওভারে অলক কাপালি এসে প্রথম বলে ফেরান মোসাদ্দেককে। অর্থাৎ টানা ৩ বলে ৩ উইকেট হারায় বরিশাল। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেক দ্বিতীয় ইনিংসে করেন ৬১ রান।এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৬৩ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে সিলেট। রাজিন সালেহ ৫৫ ও আহমেদ সাদিকুর ১১ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে দলীয় ৩৮৬ রানে সাদিকুর ও দলীয় ৩৭৩ রানে আবু জায়েদের উইকেট হারায় সিলেট।এরপর এনামুল জুনিয়রকে নিয়ে দলকে ফলোঅনের শঙ্কামুক্ত করেন রাজিন। এই দুজনের শেষ উইকেট জুটিতে আসে মূল্যবান ২৭ রান যেখানে এনামুল জুনিয়রের অবদান মাত্র ২। ৮ চার ও ১ ছক্কায় ৮৯ রান করে রাজিন অপরাজিত থেকে যান।বরিশালের ডানহাতি স্পিনার সোহাগ গাজী ৮৭ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট পান মোসাদ্দেক ও মনির।
সংক্ষিপ্ত স্কোর :
বরিশাল প্রথম ইনিংস : ৫২৭/৯ ডিক্লে (মোসাদ্দেক ২০০*, ফজলে রাব্বি ১০৩, শাহিন ৫৮, শাহরিয়ার নাফীস ৫২; আবুল হাসান ৩/৪৫, এনামুল জুনিয়র ৩/১১০) ও দ্বিতীয় ইনিংস ১৪৬/৭ (মোসাদ্দেক ৬১, ফজলে রাব্বি ৪৭, সালমান ১৫*; জায়েদ ২/১৪, কাপালি ২/১৮, রাহাতুল ২/৪৫)সিলেট প্রথম ইনিংস : ৪০০ (ইমতিয়াজ ১২৭, রাজিন সালেহ ৮৯*, জাকির ৮৯, শাহনাজ ৫৮; সোহাগ গাজী ৮৭/৪, মোসাদ্দেক ২/৩৬, মনির ২/১১৪)
সংক্ষিপ্ত স্কোর :
বরিশাল প্রথম ইনিংস : ৫২৭/৯ ডিক্লে (মোসাদ্দেক ২০০*, ফজলে রাব্বি ১০৩, শাহিন ৫৮, শাহরিয়ার নাফীস ৫২; আবুল হাসান ৩/৪৫, এনামুল জুনিয়র ৩/১১০) ও দ্বিতীয় ইনিংস ১৪৬/৭ (মোসাদ্দেক ৬১, ফজলে রাব্বি ৪৭, সালমান ১৫*; জায়েদ ২/১৪, কাপালি ২/১৮, রাহাতুল ২/৪৫)সিলেট প্রথম ইনিংস : ৪০০ (ইমতিয়াজ ১২৭, রাজিন সালেহ ৮৯*, জাকির ৮৯, শাহনাজ ৫৮; সোহাগ গাজী ৮৭/৪, মোসাদ্দেক ২/৩৬, মনির ২/১১৪)