গত রোববার ভিসিবিরোধী আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার অভিযোগে সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের পর এবার অ্যাকশন নিয়েছে শাবি প্রশাসন। মঙ্গলবার চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে শাবিপ্রবি প্রশাসন।
বহিষ্কৃত চার শিক্ষার্থী হচ্ছেন আরিফুল ইসলাম, ধনীরাম রাজ, জাহিদ হোসেন ও আবদুলাহ আল মামুন।তাদেরকে বহিষ্কারের বিষয়টি সিলেটভিউ২৪ডটকমকে নিশ্চিত করেছেন শাবি উপাচার্য আমিনুল হক ভুঁইয়া। এই চারজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারা শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের অনুসারী বলে জানা গেছে।
বহিষ্কৃত চার শিক্ষার্থী হচ্ছেন আরিফুল ইসলাম, ধনীরাম রাজ, জাহিদ হোসেন ও আবদুলাহ আল মামুন।তাদেরকে বহিষ্কারের বিষয়টি সিলেটভিউ২৪ডটকমকে নিশ্চিত করেছেন শাবি উপাচার্য আমিনুল হক ভুঁইয়া। এই চারজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারা শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের অনুসারী বলে জানা গেছে।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি ছাত্রলীগের সহস-ভাপতি আবু সাঈদ আকন্দ ও অঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকে বহিষ্কার করে।
প্রসঙ্গত, গত রোববার ভিসিবিরোধী আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। গত এপ্রিল থেকে কতিপয় শিক্ষক ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন।