
এ বিষয়ে লিজা বলেন, ‘কিশোর ভাইয়ার সঙ্গে প্রথম গান করা। একটু দেরিতে হলেও উনার সঙ্গে গান করেছি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একসঙ্গে গান করার। সেই ইচ্ছা পূরণ হলো এবার। আলম ভাইয়ের লেখা এর আগেও প্রত্যয়ের সুরে একটি গান করেছি। আশা করছি শ্রোতারা এই গানটি পছন্দ করবেন।
বিনোদন ডেস্ক : এই প্রথম এক গানে কণ্ঠ দিলেন চলতি প্রজন্মের দুই জনপ্রিয় সংগীত শিল্পী কিশোর এবং লিজা। বুধবার রাতে মগবাজারের কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে ‘বিন্দু বিন্দু প্রেম’ শিরোনামের গানে কণ্ঠ দেন তারা। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। আসছে ঈদে প্রকাশিতব্য মিশ্র অ্যালবাম ‘কিছু কথা’ অ্যালবামে গানটি স্থান পাচ্ছে।
“প্রসঙ্গত, কিশোর-লিজা দুজনেই জনপ্রিয় রিয়্যালিটি শো ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে এসেছেন প্রফেশনাল গানের বাজারে। লিজার দ্বিতীয় একক ‘পাগলী সুরাইয়া’ মুক্তি পায় গত রোজার ঈদে।
এদিকে কিশোর এখন ব্যস্ত আছেন তার নতুন একক অ্যালবাম নিয়ে। আসছে ঈদে এটি যৌথভাবে প্রকাশ পাচ্ছে ঈগল মিউজিক ও মুঠোফোন প্রতিষ্ঠান রবির ব্যানারে।
এদিকে কিশোর এখন ব্যস্ত আছেন তার নতুন একক অ্যালবাম নিয়ে। আসছে ঈদে এটি যৌথভাবে প্রকাশ পাচ্ছে ঈগল মিউজিক ও মুঠোফোন প্রতিষ্ঠান রবির ব্যানারে।