এসময় তিনি রাজন হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদানে সবরকম আইনী সহায়তা প্রদানে এলাকাবাসীদের আশ্বস্থ করেন।
এছাড়াও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনকে অপরাধীদের গ্রেফতার করতে কঠোর নির্দেশ দেন তিনি।
এদিকে শিশু রাজন হত্যাকান্ডে গ্রেফতার মুহিতের রিমান্ডের শুনানি অনুষ্টিত হওয়ার কথা রয়েছে বুধবার। মুহিত ছাড়া অন্য কোন আসামীকে ধরতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে শিশু শেখ মো. সামিউল আলম রাজন (১৩) কে খুন করা হয়। দুপুর ১ টার দিকে মাইক্রোবাসযোগে তার লাশ ফেলে পালানোর সময় জনতা গাড়ীসহ এক জনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।