
সেলিব্রেটিদের শৈল্পিক জাদু এবং ক্রিকেটের অনুরাগ একত্রে আয়োজন করা হয়েঠে “ব্রেভার সেলিব্রেঠি ক্রিকেট ফেস্টিভাল-পাওয়ারড বাই বাংলালিংক”। এই ফেস্টেভাল এর মধ্যে দিয়ে এক ঝাক তারকার মেলা হয় ক্রিকেট উৎসব এ। সেইসাথে ক্রেকেট সেলিব্রেটি ও টেলিভিশন সেলিব্রেটিদের মধ্যে সেতুবন্ধন করা হয় এই ফেস্টিভাল এর মধ্যে দিয়ে।
টুর্নামেন্টে তারকাদের ছয়টি দলে দেখা যাবে। দলগুলো হল বাংলালিংক পপকর্নলাইব স্ট্রাইকার্স, ধনিচিত্রের হুংকার, সিমফোনি অরেঞ্জ রকার্স, দীপ্ত টিভি ইউ সি এফ ওয়ারিওরস, কাজী এন্ড কাজী টেলিহোম টাইটান্স, টিম ভিশন। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলার জন্য দল গুলোকে অতিক্রম করতে হয়েছে পনেরোটি রাউন্ড রবিন লীগ ম্যাচ। কখনো চার-ছয়-আউট কিংবা নো-বল, ডট-বল কে জিতবে, কে হারবে। সেমিফাইনাল ও ফাইনালে একে অপরের মধ্যে দেখা যাবে তীব্র প্রতিযোগীতা, সেই সাথে বলে– বলে , অভারে -অভরে টান টান উত্তেজনা। এই উত্তেজনার পাশাপাশি ক্রিকেট খেলাকে ঘিরে সবার এক সাথে এই মিলন মেলা উৎসবে পরিণত হয়।
সেলিব্রটি ক্রিকেট ফেস্টিভাল এর জন্য থিম সং “বাঘবাজি” এর সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ড। টুর্ণমেন্ট থিম সংটি সরাসরি পরিবেশনও করেন চিরকুট ব্যান্ড। উপস্থিত তারকারা এই সময় শুভেচ্ছা জানায় চিরকুট ব্যান্ডকে। ইভান শাহরিয়ার সোহাগ এর কোরিওগ্রাফিতে তার দল “বাঘবাজি” গানটিতে নিত্য পরিবেশন করেন। এছাড়া চিত্রনায়ক অমর সানি, রিয়াজ, চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি, সম্পা রেজা, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মরতুজা প্রমুখ এর উপস্থিতি সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল এর চমক আরও বাড়িয়ে তুলে।