বয়সের সাথে পাল্লা দিয়ে তেমন করে ছবির ব্যস্ততা না পাড়লেও সুযোগ পেলে যে কোনো চরিত্রে নিজের সেরাটা দিতে চান তিনি। কদিন আগেই হায়দার ছবিতে তিনি অভিনয় করেছেন শহীদ কাপুরের মায়ের চরিত্রে। সেখানেই তিনি তার প্রমাণ দিয়েছেন।
আবারো তিনি ফিরছেন রুপালী পর্দায়। এবার নতুন রুপে-নতুন আঙিকে প্রিয় অভিনেত্রীকে দেখবেন দর্শক। নিশিকান্ত কামাতের পরিচালনায় ‘দৃশ্যম’ ছবিতে টাবু অভিনয় করেছেন পুলিশ কমিশনার মিরা দেশমুখের চরিত্রে। সেভাবেই তৈরি হয়েছেন এই বলিউড অভিনেত্রী। ব্যক্তিগত প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী নতুন রূপে নিজেকে সাজিয়েছেন তিনি। বাড়তি মেদ ঝরাতে ব্যায়ামাগারে প্রচুর সময় দিতে হয়েছে, খাবারের তালিকায়ও এসেছে পরিবর্তন।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে দৃশ্যম মুক্তি পাবে ৩১ জুলাই। মিরা দেশমুখ দর্শককে চমকে দেবে বলেই আশা রাখছেন টাবু। আর এ ছবি দিয়ে ‘তক্ষক’-এর পর আবারো একসঙ্গে অভিনয় করছেন অজয় দেবগন ও টাবু।