সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমার ২১ জুন মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ছয় উইকেটে হারিয়ে। এই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। এ উপলক্ষে গোটা দেশ মেতে উঠেছে বাঁধভাঙ্গা আনন্দে। এই আনন্দের ভাগ নিতে ভুলেননি শোবিজের তারকারাও।
দেশের সর্বাধিক জনপ্রিয় নায়ক শাকিব খান লিখেছেন, ‘ইয়েস! টাইগার এর গর্জন শুনছে সারা বিশ্ব।’
নায়িকা অপু বিশ্বাস লিখেছেন ‘অভিনন্দন টাইগার্স’।
কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব নকীব খান মুস্তাফিজকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘গ্রেট জব ডান মুস্তাফিজ। তুমি আমাদের গর্বিত করেছ। অভিনন্দন নাও…..’
কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন ‘অসাধারণ একটি জয়! ধারাবাহিকতা অব্যাহত থাকুক! অভিনন্দন টাইগার্স।’
জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু লিখেছেন ‘বিস্ময়ের আরেক নতুন নাম মুস্তাফিজ, সাবাশ বাংলাদেশ।’
মডেল ও চিত্রনায়ক নীরব লিখেছেন, ‘ওরে ওরে….. কী হলো!’
নির্মাতা হাসিবুর রেজা কল্লোল লিখেছেন, ‘ছোট্ট একটা ট্যুর থেকেই ভারতীয় ক্রিকেট দল যে শিক্ষা অর্জন করলো, ২০ক্লাস পড়েও তা` শিখতে পারতো না! সেই অর্থে টাইগাররা ভারতীয় ক্রিকেটারদের দীক্ষা এবং শিক্ষাগুরু! (শিক্ষার কোনো বয়স নাই)।’
আরেক নির্মতা দীপঙ্কর দীপন জয় নিশ্চিত হবার পর লিখেছেন, হালুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম…..`
কথা সাহিত্যিক আনিসুল হক ম্যাচ শেষে ভারতীয় দলের কষ্ট তুলে ধরে লিখেন, ‘আজকেও ডিনার করবো না।’ তার কিছুক্ষণ পর আরেকটি স্ট্যাটাসে এই জনপ্রিয় লেখক লিখেছেন, ‘সাকিবের বাবা সাকিবের ক্রিকেট ব্যাট কেটে ফেলেতন এই আশঙ্কায় ছেলে না আবার ক্রিকেটার হয়ে যায়। মুস্তাফিজের বাবা ছেলের জন্য ক্লাস সিক্সে চারটা প্রাইভেট টিউটর রেখেছিলেন যাতে ছেলে খেলতে মাঠে না যায়… আপনরা সন্তানের যা ভালো লাগে তাকে তাই হতে দিন… বাবা দিবসের ডাক…’
অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট মাশরাফির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন ‘পৃথিবীর অনেক বড় বড় মিউজিসিয়ান সেলেব্রিটির সাথে আমার ছবি আছে। কিন্তু এই ছবি দেখে অনেক বেশি গর্বিত বোধ করি। সাবাস মাশরাফি। আমরা সবাই তুমি এবং তোমার দলের জন্য গর্বিত।’
কণ্ঠশিল্পী ইমরান লিখেছেন ‘পর পর দুই দিনের ফাটাফাটি খেলা দেখে মনে হল পরের বিশ্বকাপ বাংলাদেশের ঘরে। এভাবেই খেলতে থাকো। আমাদের দোয়া তোমাদের সাথে।’
কণ্ঠশিল্পী পড়শী লিখেছেন ‘বাংলাদেশ দলকে অভিনন্দন।’
মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে কণা লিখেছেন, ‘ছোট প্যাকেট, বড় বড় ধামাকা।’ গোটা জাতিকে জয় উপহার দেওয়ার জন্য তিনি টাইগারদের ধন্যবাদও জানান।
নায়ক সাইমন লিখেছেন, ‘আমি আগেই বলেছিলাম……..অভিনন্দন Tiger`s…….
নায়ক বাপ্পি লিখেছেন, ‘প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জেতা! টাইগারদের জন্য আমরা গর্বিত।’
নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি টাইগারদের কোচকে কৃতজ্ঞতা ও মাশরাফিদের জন্য দোয়া জানিয়ে লিখেছেন, ‘ভারত বধের জন্য চমৎকার প্ল্যান, বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে আক্রমণ সাজানোর জন্য আমাদের কোচকে হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পরবর্তী জয়ের জন্য অপেক্ষা…..মাশরাফিদের জন্য দোয়া ও অভিনন্দন রইল……
অভিনেত্রী মৌসুমী নাগ লিখেছেন, ‘অভিনন্দন বাঘেরা। ওয়েলডান…লাভ ইউ অল… প্রাউড অব বাংলাদেশি….. জয় বাংলা……
অভিনেত্রী মম লিখেছেন ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সম্মান এবং ভালোবাসা।
আরেক অভিনেত্রী লাক্স সুন্দরী মৌসুমী হামিদ মুস্তাফিজের ছবি আপলোড করে লিখেছেন, ‘প্রাউড টু বী মেড ইন সাতক্ষীরা……!