সিলেটভিউজ আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক থেকে কুয়েত সিটি যাওয়ার পথে কুয়েত এয়ারলাইন্সের একটি প্লেন হঠাৎ দিক পরিবর্তন করেছে। এতে ধারণা করা হচ্ছে, প্লেনটি ছিনতাইয়ের শিকার হয়েছে। শনিবার (২৭ জুন) জার্মানির আকাশে থাকাকালে ফ্লাইট কেইউ-১১৮ এর প্লেনটি হঠাৎ লন্ডনের দিকে ঘুরে যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এ ব্যাপারে কুয়েত এয়ারলাইন্সের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এখন পর্যন্ত প্লেনটির সঠিক অবস্থান, কি কারণে দিক পরিবর্তন করা হয়েছে, তার বিস্তারিত কিছু জানা যায়নি।