ডেস্ক রিপোর্ট :: নগরীর তাঁতীপাড়ায় ৩ তলা বিশিষ্ট একটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩২ ভবনের অপসারণের কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ঝুঁকিপূর্ণ এই ভবন ভাঙার কাজ শুরু হয়। এর আগে এই ভবন ভাঙতে ভবন মালিককে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সিটি কর্পোরেশন।
এছাড়া সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ সিটি সুপার মার্কেট খালি করে দেওয়ার জন্যও সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অফিসের সহকারী পরিচালক মোঃ. শহিদুর রহমান বলেন, সিটি করপোরেশন থেকে নকশা অনুমোদনের আগে ভবন মালিককে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে হয়। কিন্তু তা অনুসরণ করা হয়নি। সিলেট ফায়ার সার্ভিসের কাছে নগরীর প্রায় ২শ’ বহুতল ভবনের তালিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভবনের প্রায় অর্ধেকই নির্মাণ হয়েছে ফায়ার সার্ভিস’র প্রাথমিক অনুমোদন না নিয়ে।