ডেস্ক রিপোর্ট :: এপ্রিল বাফুফে নির্বাচন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল বুধবার। এদিন ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সভাপতি পদে ৪ জন, ৪টি সহ-সভাপতি পদের জন্য ১০ জন ও ১৫ টি সদস্য পদের বিপরীতে মোট ৩৩ জন নির্বাচন করছেন এবার। এতে সিলেটের মাহি উদ্দিন আহমদ সেলিমের নামও রয়েছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা-
সভাপতি: কাজী সালাহউদ্দীন (কাজী সালাহউদ্দীন প্যানেল), কামরুল আশরাফ খান (বাঁচাও ফুটবল প্যানেল), গোলাম রব্বানী হেলাল, মো. নুরুল ইসলাম নুরু।
সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সালাম মুর্শেদী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ, বাদল রায়, আলহাজ্ব শামসুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি, তাবিথ আওয়াল, খুরশিদ আলম বাবুল (সালাউদ্দিন প্যানেল), আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মমিনুল হক সাঈদ, শেখ মুহাম্মদ মারুফ হাসান (ফুটবল বাঁচাও প্যানেল)।
সদস্য: হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, মো. ফজলুর রহমান বাবুল, মো.ইলিয়াছ হোসেন, মাহফুজা আক্তার কিরণ, মো. শওকত আলী খান জাহাঙ্গীর, মাহি উদ্দিন আহমদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো, তৌফিকুল ইসলাম তোফা (সালাউদ্দিন প্যানেল)।
সদস্য: নওশের উজ্জামান, শেখ মো. আসলাম, আব্দুল গাফ্ফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মো. টিপু সুলতান, মো. ইকবাল, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, কায়সার হামিদ (বাঁচাও ফুটবল প্যানেল)।
অন্যান্য সদস্য পদপ্রার্থীরা: ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া, আমের খান, মো. ইকবাল হোসেন, মো. হাসানুজ্জামান খান বাবলু, মো. সাইফুর রহমান মনি, হাজী মো. টিপু সুলতান, আসাদুজামান মিঠু।