ডেস্ক রিপোর্ট :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট । মঙ্গলবার শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয়ের দফতরে এই স্বাক্ষাৎ করেন বার্নিকাট।
সাক্ষাৎকালে তারা দু’দেশের মধ্যে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। শিক্ষাখাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়।
আলোচনাকালে নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষার উন্নয়নে গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে শিক্ষাখাতে অর্জিত ব্যাপক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশে সকল শিশুকে স্কুলে নিয়ে আসা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যাগত সমতা অর্জন, কারিগরি শিক্ষার আধুনিকায়নসহ শিক্ষাখাতের ব্যাপক সাফল্যে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষাখাতের এ অগ্রগতি অব্যাহত রাখতে তার দেশের সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, মো. হেলাল উদ্দিন ও চৌধুরী মুফাদ আহমেদ এবং ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস ম্যাক্কনেল উপস্থিত ছিলেন।