ডেস্ক রিপোর্ট :: রাত ১২টা ০১ মিনিট বাজার সাথে সাথেই শুরু হবে মহান ২১শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা। আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস কে সামনে রেখে এখন খুব ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা। শুক্রবার থেকেই চলছে পুষ্পস্তবক বানানোর কাজ।
শহিদ দিবস উপলক্ষে সামাজিক স্কুল কলেজ সাংস্কৃতিক, রাজনৈতিকসহ সব বাঙ্গালীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান শ্রদ্ধা জানাতে। এসময় সকলেই ফুলের স্তবক বা তোড়া নিয়ে যান। এসব পুস্পস্তবক বানানোতেও থাকে বৈচিত্র্যতা। এসময়টা ফুলের চাহিদা বেশি থাকে, তাই ফুলের দামও থাকে একটু বেশি।
ফুল ব্যবসায়ীদের সাথে কথা বলতে গেলে ফুল ব্যবসায়ীরা বলে “ভাই এখন কথা কইবার (বলার) টাইম নাই। রাজ্যের কাজ আমাদের হাতে , রাত ১২ টার আগে কাজ শেষ করতে হবে”।
এদিকে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন দোকান ঘুরে যানা যায় প্রতিতোড়া ফুলের দাম ৪০০-১০০০ টাকা ।