ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী বিপুল ও ওবায়দুল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাব্বির ও ছাত্রলীগ নেতা অনিকের গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধলে ওই দু’ছাত্রলীগ কর্মী আহত হন।