ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের নিহত চার শিশুর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সেসময় স্বজন হারানোদের কান্নায় সৃষ্টি হওয়া শোকাবহ পরিবেশে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।শুক্রবার নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে বালু চাপা অবস্থায় উদ্ধার করা হয় জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই তাজেল মিয়া (১০),মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী ইসমাইল হোসেন (১০) এর লাশ।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই শিশুদের স্বজনদের সমবদেনা জানাতে যান এমপি কেয়া চৌধুরী। সেসময় তিনি বলেন, ‘আজ শুধু নিহত পরিবারের স্বজনরা কাদছে না কাদছে পুরু বাহুবলবাসী কি দোষ ছিল ওই ৪ শিশুর কেন তাদের নির্মম ভাবে হত্যা করা হলো শিশুদের সঙ্গে তু কারও কোনো দ্বন্দ্ব, সংঘাত থাকে না। আমি এর বিচার চাই।’এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ৫ জনকে আটক করেছে। আটকৃতরা হল, আব্দুল আলী, জুয়েল মিয়া,রুবেল মিয়া ,হাবিবুর রহমান ও বাচ্চু।হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিহত চার শিশুর ময়নাতদন্ত শেষে আরএমও ডা.দেবাশিষ দাস ও ডাক্তার আবু নাঈম হাসান চার শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
সেই রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ
আত্মহত্যা’ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির সাবেক …