ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে ছিনতাইকারী শামীম আহমদ প্রকাশ হরফে কালা শামীমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু দেব’র নেতৃত্বে এক দল পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শামীম দক্ষিণ কাজলশাহ এলাকার বাসিন্দা চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন এসআই বেনু দেব।