স্টাফ রিপোর্টার :: এবারের অমর একুশে বইমেলায় এসেছে কবি হুমায়রা তাজরিয়ান’র কাব্যগ্রন্থ ‘পথের অঙ্ক’।
বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন।
প্রচ্ছদ একেছেন গৌতম ভৌমিক। ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি।
বিভিন্ন সময় ছড়া, কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাহিত্য পত্রিকা ও দৈনিকের সাময়িকীতে।
সিলেটের এমসি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্মাতক ও স্মাতকোত্তর ডিগ্রিধারী কবি হুমায়রা তাজরিয়ানের কবিতার বই ‘পথের অঙ্ক’ সন্দিগ্ধ পাঠকের জন্য সুখপাঠ্য হবে
নিঃসন্দেহে। অল্প কিছু মুদ্রণ-প্রমাদ অথবা নতুন ধরনের নিরীক্ষা বাদ দিলে বইটি সু-সম্পন্ন বলা যায়।
আড়াই ফরমার এই বইটিতে ৩১টি ছোট-বড় কবিতা স্থান পেয়েছে। গ্রন্থের দাম রাখা হয়েছে
১২০ টাকা। ‘পথের অঙ্ক’ গ্রন্থটি একুশের বই মেলায় চৈতন্য প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে।