সিলেটের দক্ষিণ সুরমায় দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মোহাম্মদপুর সুড়িগাঁও এর সাইদুল ইসলাম ও রফিক মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৪ লক্ষ টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, ১৩টি মোবাইল ফোন লুট করে নেয়।
জানা যায়, শনিবার দিবাগত রাত ৩ টার দিকে দক্ষিণ সুরমার মোহাম্মদপুর সুড়িগাঁও-এ সাইদুল ইসলামের বাড়িতে ১৪/১৫ জনের মুখোশধারী ডাকাতদল হানা দেয়। তারা ঘরের কলাবসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে আলমারি ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৯টি মোবাইল ফোন নিয়ে যায়।
অপরদিকে সাইদুল ইসলামের পার্শ্ববর্তী রফিক মিয়ার বাসার গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
এ সময় রফিক মিয়ার পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লক্ষ ৩ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণ ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাবুতি ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।