ডেস্ক রিপোর্ট :: সিলেট সিলেট ও মহানগর বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে রোববার। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সিলেট বিএনপির গুরুত্বপূর্ণ এ দুটি শাখার নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচনে সিলেট জেলা বিএনপি সভাপতি পদে বিজয়ী হওয়া আবুল কাহের শামীম পেয়েছেন ২৭ ভোট। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থী দিলদার হোসেন সেলিম ২২ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়ী আলী আহমদ পেয়েছেন ২৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বিতাকারী সামসুজ্জামান জামান পেয়েছেন ২২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে এমরান আহমদ চৌধুরী ও রিপন পাটোয়ারী সমানসংখ্যক ১২টি করে ভোট পান। এছাড়া এ পদে লড়াই করা আব্দুল আহাদ খান জামাল ১১, সিদ্দিকুর রহমান পাপলু ১০, এডভোকেট মুজিবুর রহমান পেয়েছে ৪ ভোট। এ পদে কোনো ভোটই পাননি ময়নুল হক ও জিল্লুর রহমান সুয়েব।