বিশ্বনাথ অফিস: বিশ্বনাথ উপজেলা সদরে স্বর্ণের দোকানসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান চুরি হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে থানা থেকে কয়েক শত গজ ধুরে (সালেহা ম্যানশনে) এ ঘটনা ঘটে। এতে তিন ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চুরের দল। জানাগেছে, জননী মাইক, মনিকা জুয়েলার্স ও স্বপন মাইক এর দোকানের তালা ভেঙ্গে চুরেরা দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় চুরের দল। জননী মাইকের পরিচালক মিন্টু পাল, মনিকা জুয়েলার্সের পরিচালক সুশাংখ ধর ও স্বপন মাইকের স্বপন দে প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরের দিন বুধবার দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা। এতে তারা বুঝতে পারেন দোকান চুরি হয়েছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …