ক্রীড়া ডেস্ক: ফেব্রুয়ারিতে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ভারতের ‘সুইং সুলতান’ ইরফান পাঠান।সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারিতেই গাঁটছড়া বাঁধবেন তিনি।ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই বিয়ে করছেন ইরফান। কনের নাম সাফা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর ইরফান সব সময়ই তাঁর ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রেখেছেন। তাই বিয়ের প্রস্তুতির ব্যাপারে মুখ খুলতে চাননি তাঁর পরিবারের লোকজনও।ইরফানও খবরের সত্যতা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। কিন্তু এবিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে বিবৃতি দেবেন। ইরফানের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিয়ের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পাঠান পরিবার কনে ও তাঁর বোনের জন্য হিরের নেকলেসেরও অর্ডার দিয়ে দিয়েছে। সুরাটের এক গহনার দোকান থেকে হিরের নেকলেস ছাড়াও অন্য গয়না আসবে বলে জানা গেছে। সুরাটের ওই গহনা ব্যবসায়ীর দোকান থেকেই ইরফানের বড় ভাই ইউসুফ পাঠানের বিয়েতেও গহনা কেনা হয়েছিল।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আর্জেন্টিনায় সবাইকে ছাড়িয়ে মেসি
ক্রীড়া ডেস্ক : এখনো ‘কালি’টা পুরোপুরি মুছে যায়নি। তিন নাকি হট ফর ক্লাব, নট ফর …