ক্রীড়া প্রতিবেদক: যুব বিশ্বকাপের নবাগত দল ফিজি বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। আগে ব্যাট করা ফিজিকে ৮১ রানে অলআউট করার পর সাত উইকেটের জয় তুলে নিয়েছে হিথ স্ট্রিকের উত্তরসূরিরা। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২৯৯ রানে হেরেছিল দলটি।ফিজির এদিন চারজনই শূন্য রানে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ রান ১৯। এসেছে টিকোইসুভার ব্যাট থেকে। দুই ওপেনার অবশ্য ভালোই শুরু করেছিলেন। ৩২ রানের জুটি গড়ে ভেইটাসিনি ব্যক্তিগত ১৪ রানে কাটা পড়েন। এরপর শুধুই যাওয়ার-আসার পালা। ওয়েসলি মাদিভেয়া একাই মূলত ফিজিকে শেষ করে দেন। ৯.৪ ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট নিয়ে তাকে সঙ্গে দেন মাভুটা।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আর্জেন্টিনায় সবাইকে ছাড়িয়ে মেসি
ক্রীড়া ডেস্ক : এখনো ‘কালি’টা পুরোপুরি মুছে যায়নি। তিন নাকি হট ফর ক্লাব, নট ফর …