ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভয় পাওয়ার কারণেই আওয়ামী লীগ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।মঙ্গলবার দুপুর বারোটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই-সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপপ্রয়াস হিসেবে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলে, গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন। তার আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি করার অনুমতি প্রদান করেন। গত ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশনেত্রী যে বক্তব্য দিয়েছেন তার একটি ক্ষুদ্র অংশের বিকৃত ব্যাখা করে মামলাটি করা হয়েছে বলে ফখরুল দাবি করেন।তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে ক্ষমতাসীন মহলের কিছু সংখ্যক তথাকথিত বুদ্ধিজীবী ও নেতা যখন বক্তব্যের অপব্যাখ্যা করে বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন তখনই আমরা এক বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছিলাম। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।’মির্জা ফখরুল বলেন, ‘তার (খালেদা জিয়ার) ২১ ডিসেম্বর প্রদত্ত বক্তব্যের কোথাও রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে এমন কোনো বক্তব্যের লেশমাত্র নেই। এ বিষয়ে দেশের বরেণ্য ব্যক্তিরা ইতিমধ্যে বিভিন্ন সময়ে তাদের মতামত প্রকাশ করেছেন এবং বলেছেন যে, তার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে এমন কোনো অংশ নেই।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা আবারো অত্যন্ত দৃঢ়তার সংগে স্পষ্টভাবে বলতে চাই-এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হীন উদ্দেশ্যপ্রণোদিত।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আওয়ামী লীগের সম্মেলনে ট্র্যাফিক নির্দেশনা
আসন্ন আওয়ামী লীগের সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে আগামী শুক্রবার থেকে রোববার (২১-২৩ অক্টোবর) পর্যন্ত রাজধানীতে …