স্টাফ রিপোর্টার: চুরি ও ডাকাতির মামলায় সিলেট জেলা তরুণ প্রজন্ম দল সভাপতি লায়েক আহমদকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, লায়েকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় চুরি ও শাহপরাণ থানায় ডাকাতির মামলা রয়েছে। লায়েক নিজেকে প্রজন্ম দলের নেতা দাবি করলেও তিনি এই পরিচয়ের আড়ালে চুরি ও ডাকাতির একাধিক ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন।
তবে, লায়েকের ভাই এনামুল হোসেন বাবলু দাবি করেন, লায়েক একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। আদালত থেকে ফেরার পথে বন্দরবাজার এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। লায়েক গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের নজমুল হকের পুত্র।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
সংবাদ সম্মেলনে অভিযোগ : মন্দিরের জমি দখল নিতে পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা
প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার যোগসাজশে মন্দিরের জায়গা দখলের জন্য স্থানীয় কিছু লোক এসব ঘটনা …