ডেস্ক রিপোর্ট: টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন’। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে কয়েকশ চাকরি প্রত্যাশী নার্স অবস্থান কর্মসূচিতে যোগ দেন। এর নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন।অবস্থান ধর্মঘটে নার্সরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুসারে ১০ হাজার নার্সের পদ সৃষ্টি করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্রুত নিয়োগ বাস্তবায়নের দাবি জানান।গত মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীতকরণের দাবি প্রধান শিক্ষকদের
ডেস্ক রিপোর্ট :: দ্বিতীয় শ্রেণির গেজেটেড (নন-ক্যাডার) প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের প্রবেশ পদে …