সবুজ সিলেট ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এক মাদক পাচারকারীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় দেন।
৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা বিওপির সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল দিয়ে মাদক পাচার করার সময় ৬ কেজি গাঁজাসহ উপজেলার দূর্লভপুর গ্রামের লাল মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩০) আটক করে। ওইদিন সকালে কামাল মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …