বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও গায়ক ফারহান আখতার।বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভাল যাচ্ছিল না ফারহান-অধুনার। এ নিয়ে গুঞ্জনও শুরু হয়েছিল বলিউড পাড়ায়। ফারহানের নতুন ছবি ‘ওয়াজির’ প্রচার বা মুক্তি, কোথাও দেখা যায়নি অধুনাকে।বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে সরাসরি নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করলেন দুজনে।ফারহান জানায়, পারস্পরিক সম্মতিতে শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা। সন্তানদের দায়িত্ব নিচ্ছেন দুজনেই। তাদের ব্যক্তিগত এই সিদ্ধান্তে নাক না গলাতে অনুরোধ করেন তারা। তবে ডিভোর্সের কারণ ব্যাখ্যা করেননি দুজনের কেউই।ধারণা করা হচ্ছে, এক সহ-অভিনেত্রীর সঙ্গে ফারহানের অতিরিক্ত ‘ঘনিষ্ঠতা’র কারণেই ইতি টানতে হচ্ছে তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনের।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আয়নাবাজি মুক্তি পাচ্ছে কানাডা-অস্ট্রেলিয়ায়
বিনোদন ডেস্ক ; অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ বাংলাদেশে মুক্তি পায় গেল ৩০ সেপ্টেম্বর। …