ডেস্ক রিপোর্ট: গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকার বালুরমাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৭ জানুয়ারি) ভোর ৫টায় অভিযান চালিয়ে জয়দেবপুর থানা পুলিশ এগুলো উদ্ধার করে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন- গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ।পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি বালুরমাঠ থেকে একটি রিমোট কন্টোলসহ ৫ টি টাইমবোমা উদ্ধার করা হয়।পরে বোমা গুলি নিস্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিল।পুলিশের তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলি ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীতকরণের দাবি প্রধান শিক্ষকদের
ডেস্ক রিপোর্ট :: দ্বিতীয় শ্রেণির গেজেটেড (নন-ক্যাডার) প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় প্রধান শিক্ষকদের প্রবেশ পদে …