স্টাফ রিপোর্টার: নগরীর লালদীঘির পাড় থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও গাড়ি জব্দ করেছে র্যাব-৯। গতকাল শনিবার ভোর রাত সোয়া ৪টায় র্যাব-৯ সিপিসি-১ এর টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে র্যাব সদস্যরা একটি মিনি ট্রাক (সিলেট ন-১১-১১৬৯) ও ১ হাজার ৯৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। উদ্ধারকৃত পলিথিনের মূল্য ৩ লাখ ৯৩ হাজার ২শ টাকা।
র্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা লালদীঘির পাড় নতুন মার্কেটস্থ মেসার্স অর্না এন্টারপ্রাইজ ব্লক/বি দোকান নং-২৯৮ এর সামনে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাকে পলিথিন ভর্তি ৬ বস্তা রেখে কয়েকজন পালিয়ে যায়।
র্যাব সূত্রে আরো জানা গেছে, উদ্ধারকৃত পলিথিন সুনমাগঞ্জের মজিবুর রহমানের ছেলে মো. আলী হোসেন সরকারের। সে বর্তমানে লালদিঘীর পাড় নতুন মার্কেট ১নং গলি -৩৮৫/৩৮৬ পরিচালক। উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিন ও গাড়ী কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …