আন্তর্জাতিক ডেস্ক: জাপানে একটি পর্যটন বাস সড়ক দুর্ঘটনায় পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৭ যাত্রী। স্কি রিসোর্টের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় শুক্রবার ভোরে কারুইজাওয়া শহরের কাছে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএন।খবরে বলা হয়, ৪১জন আরোহী নিয়ে বাসটি দেশটির রাজধানী টোকিও থেকে মধ্যাঞ্চলীয় নাগানোর একটি অবকাশ যাপন কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পাহাড়ঘেষা একটি স্থানে রাস্তা থেকে বাসটি ছিটকে পড়ে। এতে ১৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
চীনে টর্নেডো-শিলাবৃষ্টিতে ৯৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাবৃষ্টির আঘাতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু …