ক্রীড়া ডেস্ক: শেষ পাঁচ বছরের মধ্যে চারবারের মতো জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসুত ওজিল।ইংলিশ লিগে চলতি মৌসুমে আর্সেনালের হয়ে কিছুটা সমালোচনা শুনতে হয়েছিলো ওজিলকে। তবে সময়ের ব্যবধানে দারুণভাবে নিজেকে ফিরে পান তিনি। জাতীয় দলকেও প্রতিনিধিত্ব করছেন এ বিশ্বকাপ জয়ী তারকা।ওজিল ৪৫.৯ শতাংশ ভোট পেয়ে এবারে বর্ষসেরা খেতাব জেতেন। দ্বিতীয় হওয়া স্ট্রাইকার থমাস মুলার পেয়েছেন ১৫.৯ শতাংশ ভোট। আর তৃতীয় অবস্থানে থাকা জোনাস হেক্টর পেয়েছেন ১৩.৬ শতাংশ।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আর্জেন্টিনায় সবাইকে ছাড়িয়ে মেসি
ক্রীড়া ডেস্ক : এখনো ‘কালি’টা পুরোপুরি মুছে যায়নি। তিন নাকি হট ফর ক্লাব, নট ফর …