বিনোদন ডেস্ক: সালমান খানের প্রেম-ভালোবাসা নিয়ে বলিউডে বরাবরই মাতামাতি হয়। বেশ অনেকদিন ধরেই রোমানিয়ান মডেল লুলিয়া ভেঞ্চারের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছে। বলা হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের ভালোবাসার সম্পর্ক। তবে সালমান খান লুলিয়ার সঙ্গে তার ভালোবাসার কথা সবসময় অস্বীকার করে আসছেন।বিভিন্ন পার্টিতে সালমান-লুলিয়াকে একসঙ্গে দেখা গেছে এবং তারা ছবিও তুলেছেন। গতমাসে সালমানের জন্মদিনে লুলিয়াকে দেখা গেছে প্যানভেল ফার্মহাউসে। বলা চলে, জন্মদিনের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন লুলিয়া। এমনকি পরের দিন তারা একসঙ্গে ঘোড়াও চড়েছেন। তবে সর্বেশেষ খবর হচ্ছে, নতুন বছর উপলক্ষে লুলিয়াকে গাড়ি উপহার দিয়েছেন সালমান। লুলিয়ার সঙ্গে সালমান খানের প্রথম পরিচয় ‘জয় হো’ চলচ্চিত্রের শুটিংয়ের সময়। সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহর্তির ‘ও তেরি’ চলচ্চিত্রে একটি বিশেষ আইটেম গানে অংশগ্রহণ করেছেন।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আয়নাবাজি মুক্তি পাচ্ছে কানাডা-অস্ট্রেলিয়ায়
বিনোদন ডেস্ক ; অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ বাংলাদেশে মুক্তি পায় গেল ৩০ সেপ্টেম্বর। …