কানাইঘাট সংবাদদাতা :: সিলেটের কানাইঘাট পৌরসভার তিনটি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মেয়র প্রার্থী সাবেক মেয়র লুৎফুর রহমান।বুধবার (৩০ ডিসেম্বর) রাতে রিটার্নিং অফিসার খালেদুর রহমানের কাছে তিনি এ আবেদন জমা দেন।আবেদনে তিনি বলেন, পৌরসভার রামপুর, দুর্লভপুর, ফাটাহিজর কেন্দ্রে জাল ভোট দেওয়াসহ কারচুপি করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে জানালে তারা কোনো পদক্ষেপ নেন নি।তিনি আরো বলেন, তাকে পরাজিত করার জন্য শুধু বিদ্রোহী প্রার্থী নয়, জামায়াত ও বিএনপির প্রার্থীরা একত্র হয়ে ষড়যন্ত্র করেছে। এ তিনটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় নিশ্চিত ছিলো বলে দাবি করেন।তিনি বলেন, নির্বাচনে ব্যক্তি লুৎফুরের পরাজয় হয়নি, পরাজয় হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার।এ তিনটি কেন্দ্রে পূনঃনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের আপিল অথরিটিতে আপিল করবেন বলে জানান তিনি।বুধবার (৩০ ডিসেম্বর) সারা দেশে ২৩৪টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …