বিনোদন ডেস্ক: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদে সঙ্গে বিচ্ছেদের পর অনেকটাই মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন গুলকেতিন খান। সামাজিক অনুষ্ঠানেও খুব একটা দেখা মিলতো না তার। দীর্ঘদিন পর এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল তাকে।গতকাল শনিবার সন্ধ্যায় বিউটি স্পেশালিস্ট ফারজানা শাকিলের কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে পুরানে বন্ধুদের পেয়ে আড্ডায় মেতে উঠেন। দীর্ঘদিন পর মিডিয়ার বন্ধুদের সঙ্গে সাক্ষাত হলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।ক্ষনিকেই হারিয়ে যান সোনালী অতীতে। সুবর্ণা মোস্তফাসহ অনেকের সঙ্গেই ছবি তোলেন। হাসোজ্জল ভঙ্গিমায় তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ঠোটের কোনে তার সেই চিরচেনা হাসি যেন আজো অমলিন।এদিকে, দীর্ঘদিন প্রবাস যাপনের পর সম্প্রতি দেশে ফিরেছেন গুলতেকিন। থাকছেন ঢাকাতেই, নিয়মিত কবিতা লিখছেন তিনি।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আয়নাবাজি মুক্তি পাচ্ছে কানাডা-অস্ট্রেলিয়ায়
বিনোদন ডেস্ক ; অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ বাংলাদেশে মুক্তি পায় গেল ৩০ সেপ্টেম্বর। …