ডেস্ক রিপোর্ট: সিলেটের একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কোরআন-হাদিসসহ মাদরাসার আসবাবপত্র।শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোররাতে নগরীর উত্তর বালুচর এলাকায় জামিয়া তাহফিজুল কোরআন একাডেমি নামের ওই মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার ভোররাতে জামিয়া তাহফিজুল কোরআন একাডেমিতে আগুন দেখে আশপাশের লোকজন চিৎকার করে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলতে পারেনি স্থানীয়রা।সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাবেদ হোসেন মো. তারেক বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড হয়েছে জানিয়ে বলেন, ‘অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। আটকের বিষয়টি জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। তবে তিনি ওই যুবককে পাগল বলেও জানিয়েছেন।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …