ডেস্ক রিপোর্টঃ সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক জিএস ও বর্তমান জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার বিকাল ৪ টায় নগরীর জিন্দাবাজার থেকে তাকে আটক করা কোতয়ালি থানা পুলিশ।
জানা যায়, সম্প্রতি নগরীর বাগবাড়িস্থ (ডিজিএফআই) অফিস এর সামনে একটি ফাস্ট ফুড দোকানের মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুত্বর আহত করার অপরাধে দাখিলকৃত মামলায় তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর পূর্বে সিলেটের বিভিন্ন থানায় কালা ফারুকের বিরুদ্ধে জায়গা দখল, চাদাঁ দাবিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাছাড়াও স্বেচ্ছাসেবকলীগের অনুষ্ঠানের নাম করে সিলেট বিআরটি এ অফিসে এক কর্মকর্তাকে অস্ত্রের মূখে জিম্মি করে দেড়লক্ষ টাকা ছিনতাইর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।
এ ব্যাপারে এসএমপি’র কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ জানান, কালা ফারুককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ । তার বিরুদ্ধে বিআরটিএ অফিসের এক কর্মকর্তাকে মারপিট ও বাগবাড়িতে মারপিটের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে ।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
সেই রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ
আত্মহত্যা’ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির সাবেক …