ক্রীড়া প্রতিবেদক: সম্প্রতিক সময়ে ধোনির রেকর্ড মোটেও সুবিধের নয়। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরেছে ধোনির ভারত৷ তবুও অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে ও টি-২০ সিরিজে মহেন্দ্র সিং ধোনির কাঁধেই আস্থা রেখেছে ভারত। শুধু তাই নয়,আগামী বছর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত যে ধোনিই সংক্ষিপ্ত ভার্সনের নেতা তা বুঝিয়ে দিয়েছেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর৷এবার সাবেক ভারত অধিনায়ক সৌরভকেও পাশে পেলেন ধোনি৷ সৌরভ বলেন, ‘ধোনি দারুণ ক্রিকেটার৷ আন্তর্জাতিক ক্রিকেটে ও এক অন্য মাত্রা যোগ করেছে৷ ওর মধ্যে এখনও ক্রিকেট বাকি রয়েছে৷’
কিন্তু ধোনির ওয়ান ডে নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘ওয়ান ডে অধিনায়ক নিয়ে আমাদের এখনই তাড়াহুড়ি করা দরকার নেই৷ ২০১৯ বিশ্বকাপ এখন অনেক দেরি রয়েছে৷’ ২০১৯ বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ড৷ তার আগে বিরাট কোহলির কাঁধেই টেস্টের পাশাপাশি ওয়ান ডে-র নেতৃত্ব তুলে দিতে চান নির্বাচকরা৷ সম্ভবত ২০১৬ টি-২০ বিশ্বকাপের পরই পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ধোনি৷
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আর্জেন্টিনায় সবাইকে ছাড়িয়ে মেসি
ক্রীড়া ডেস্ক : এখনো ‘কালি’টা পুরোপুরি মুছে যায়নি। তিন নাকি হট ফর ক্লাব, নট ফর …