ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা আরও কমেছে। বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।আবহাওয়া অধিদপ্তরের বুধবারের পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, নেত্রকোনা, শ্রীমঙ্গল, বদলগাছী ও তাড়াশ অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।শ্রীমঙ্গলে মঙ্গলবার ৬ দশমিক ৩ ডিগ্রি এবং গত রোববার (২০ ডিসেম্বর) ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …