ক্রীড়া ডেস্ক: ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের তৃতীয় বিয়ে নিয়ে খবর বেরিয়েছে। তবে এখনো এ বিষয়ে কিছু বলেননি তিনি।এক মরাঠি সংবাদপত্রের খবর অনুযায়ী, নৌরিন, সঙ্গীতার পর এ বার শ্যানন মেরিকে বিয়ে করেছেন আজহার। শোনা যাচ্ছিল দু’বছর ধরে নাকি সম্পর্ক দুই জনের। গত সেপ্টেম্বরে তার ড্রাইভার জান মহম্মদ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর যখন শামলিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন আজহার, তখন তাঁর সঙ্গে এক বোরখা পরা মহিলা ছিলেন। যাকে নিয়ে বিস্তর জল্পনার পর জানা যায়, সেই মহিলাই শ্যানন। আজহার নিজেই জল্পনার অবসান ঘটিয়েছিলেন। তবে এ দিন প্রকাশিত তার তৃতীয় বিয়ের খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন ভারত অধিনায়ক।তবে আজহারের নামে বেসরকারি এক টুইটার অ্যাকাউন্ট থেকে বিয়ের খবর অস্বীকার করা হয়েছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আর্জেন্টিনায় সবাইকে ছাড়িয়ে মেসি
ক্রীড়া ডেস্ক : এখনো ‘কালি’টা পুরোপুরি মুছে যায়নি। তিন নাকি হট ফর ক্লাব, নট ফর …