ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমণ্ডি থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার ডজনখানেক মামলা রয়েছে।গ্রেপ্তার মেজবাহ উদ্দিন ভুঁইয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ের নেতা বলে জানা গেছে। তবে তার পদবী সম্পর্কে জানাতে পারেননি পুলিশ।গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডির ১৩ নম্বর রোডে দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদের বাসা থেকে ওই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, মেজবাহর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় নাশকতার ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আওয়ামী লীগের সম্মেলনে ট্র্যাফিক নির্দেশনা
আসন্ন আওয়ামী লীগের সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে আগামী শুক্রবার থেকে রোববার (২১-২৩ অক্টোবর) পর্যন্ত রাজধানীতে …