কানাইঘাট থেকে রায়হান উদ্দিন : কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অঙ্গসংগঠনে চাপা ক্ষোভ বিরাজ করছে। বর্তমান মেয়র লুৎফুর রহমানের প্রতি দলীয় কর্মী সমর্থকদের ক্ষোভ। তিনি মনোনয়ন পাওয়ায় নীরব ভূমিকা পালন করছেন সিংহভাগ নেতাকর্মী। অনেকে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজানের পক্ষে কাজ করছেন। অনেকে আবার দলীয় সাংগঠনিক ব্যবস্থার ভয়ে প্রকাশ্যে না করে গোপনে গোপনে বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজানের পক্ষে প্রচারণা ও ভোট মিশনে অবস্থান করছেন। সোমবার প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের জনসংযোগ, প্রচারণা জমে উঠেছে এ পৌরসভায়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান পেয়েছেন নারিকেল গাছ প্রতীক। গতকাল সরেজমিন কানাইঘাট পৌর শহরটি ঘুরে ভোট উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান ও বিদ্রোহী মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান সরব ভূমিকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী লুৎফুর রহমানকে ঘোষণা করায় কানাইঘাট তৃণমূল আওয়ামী লীগে বিরূপ প্রতিক্রিয়া দেয়া দিয়েছে। আর এ কারণে উপজেলা ও তৃণমূলের সর্বস্তরের ক্ষুব্ধ নেতাকর্মীদের চাপে এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান। তৃণমূল নেতাকর্মীদের আশীর্বাদ নিয়ে বিদ্রোহী প্রার্থী এখন পর্যন্ত প্রচার, প্রচারণা, গণসংযোগসহ সার্বিক পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থানেই রয়েছেন। জেলা, কেন্দ্রীয় আওয়ামী লীগ লুৎফুর রহমানকে দলীয় প্রার্থী দিলেও কানাইঘাট উপজেলা, পৌর তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের বিদ্রোহী প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রকাশ্য ও নীরবে কাজ চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তৃণমূল মতামত উপেক্ষা করে লুৎফুর রহমানকে প্রার্থী নির্বাচন করায় এবং লুৎফুর রহমানের ভরাডুবির আশঙ্কায় বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজানের পক্ষেই নেতাকর্মীদের বৃহৎ অংশ। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, সৎ, যোগ্য প্রার্থী হিসেবেই আমরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছি। তৃণমূলের এসব নেতাকর্মীর অনেকেরই ধারণা, জামায়াত ঘরানার স্বতন্ত্র প্রার্থী অলি উল্লার বিপরীতে লুৎফুরের চেয়ে নিজাম উদ্দিন আল মিজানই যোগ্যতম প্রার্থী। তাছাড়া প্রচারণা, জনসংযোগ সর্বক্ষেত্রেই ভোটের মাঠে এগিয়ে রয়েছেন নিজাম। বিদ্রোহী মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান জানান, আমি দলের ভরাডুবি কামনা করতে পারি না। আমি শ্রদ্ধাভরে মেয়র লুৎফুর রহমানকে অনুরোধ করবো তিনি যেন দলের স্বার্থে দ্রুত আমাকে সমর্থন দিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। কারণ, কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ আমার সঙ্গে রয়েছেন। আমি আশা করবো আমাকে সমর্থন করে বর্তমান মেয়র দ্রুত নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দল ও আমার বিজয়ে ভূমিকা পালন করবেন। এ ব্যাপারে সরেজমিন কথা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের ১১ জন আহ্বায়কের মধ্যে ৯ জনই নিজাম উদ্দিন আল মিজানের পক্ষে নিরলসভাবে কাজ করছেন। ২ জন সদস্য রয়েছেন আহ্বায়ক ও বর্তমান মেয়র লুৎফুর রহমানের পক্ষে। কানাইঘাটে শুধু আওয়ামী লীগ নয়, পৌরবাসীর অধিকার আন্দোলনে কাজ করায় সিংহভাগ ভোটারও নিজাম উদ্দিন আল মিজানকে আসন্ন নির্বাচনে ভোট দেবে। আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবি করে আসছে আওয়ামী লীগ। নৌকার মাঝি পরিবর্তন না হলে ভরাডুবি আসন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মী মনে করেন, দ্রুত প্রার্থী বদল ও অন্তর্দ্বন্দ্ব নিরসন না হলে নির্বাচনে নৌকার ভরাডুবি হবে। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হতে পারেন।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
সেই রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ
আত্মহত্যা’ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির সাবেক …