ডেস্ক রির্পোট: প্লেবয় ম্যাগাজিনের সাথে ফটোশ্যুটের চুক্তি করায় আলবেনিয়ান টপলেস সংবাদ উপস্থাপিকা এনকি ব্রাকাজকে চাকরিচ্যুত করেছে আলবেনিয়ান নিউজ চ্যানেল।এনকি ব্রাকাজ টপলেস হয়ে একটি অনুষ্ঠান পরিচালনা করার পর থেকে আন্তর্জাতিক তারকা হিসেবে পরিচিতি পান। সম্প্রতি তাকেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।২১ বছর বয়সী এই টেলিভিশন সংবাদ উপস্থাপিকা টপলেস হয়ে সংবাদ পাঠ বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছেন। আলবেনিয়ার রক্ষণশীল সমাজে নগ্নতাকে খারাপ চোখে দেখা হয়। দেশটির ৬০ শতাংশ জনগণ মুসলিম এবং ২০ শতাংশ খ্রিস্টান।এনকি ব্রাকাজের স্থলাভিষক্ত হয়েছেন গ্রেটা হোক্সা। গ্রেটাও টপলেস হয়ে সংবাদ পাঠ করবেন বলে জানা গেছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
চীনে টর্নেডো-শিলাবৃষ্টিতে ৯৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাবৃষ্টির আঘাতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু …