ক্রীড়া ডেস্ক: শেরেশেভকে কোপা ডেল রের ম্যাচে খেলিয়ে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়াল থেকে সম্প্রতি রিয়ালে এসেছেন শেরশেভ। সাবেক ক্লাবের হয়ে তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞা তোয়াঙ্কা না করে তাকে খেলিয়েছে স্প্যানিশ ক্লাবটি। আর এরফলে হয়ত স্প্যানিশ কিংস কাপের এ আসর থেকে বহিষ্কারও হতে পারে রিয়াল।ম্যাচে শেরশেভ তিন মিনিটের মাথায় গোল করে রিয়ালকে এগিয়েও দেন। পরে ইসকোর জোড়া গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় গ্যালাকটিকদের। খেলার ৮৮ মিনিটে অবশ্য কাদিজের ফুটবলার কিকে মার্কুয়েজ একটি গোল করলে ব্যবধান কমায় স্বাগতিকরা।তবে রিয়াল বলছে এ ব্যাপারে তারা কিছুই জানে না। ভিয়ারিয়াল ও ফেডারেশনও নাকি এ ব্যাপারে তাদের সতর্কতা দেয়নি। এর আগে দ্বিতীয় বিভাগের দল ওসাসুনাকে একই কারণে লিগ কাপ থেকে বহিষ্কার করা হয়।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
আর্জেন্টিনায় সবাইকে ছাড়িয়ে মেসি
ক্রীড়া ডেস্ক : এখনো ‘কালি’টা পুরোপুরি মুছে যায়নি। তিন নাকি হট ফর ক্লাব, নট ফর …