ডেস্ক রিপোর্টঃ ভারতের হায়দরাবাদের একটি স্কুলের টয়লেটে ১৩ বছর বয়সী এক বালিকা সন্তান প্রসব করেছে। নবম শ্রেণির ছাত্রী ওই বালিকা হায়দরাবাদের মাধাপুর এলাকার একটি সরকারি স্কুলের ছাত্রী বলে জানিয়েছে এনডিটিভি। শনিবার সে পেটে ব্যথা অনুভব করলে শিক্ষকরা তাকে টয়লেটে যাবার পরামর্শ দেয়। এক সহপাঠিনীকে নিয়ে টয়লেটে ঢোকার পর সেখানেই সে একটি সন্তানের জন্ম দেয়। ওই সহপাঠিনী দ্রুত ফিরে এসে তার সন্তান জন্মদানের খবর দেয়। স্কুলের স্টাফরা বলছেন, তারা কেউই বুঝতে পারেননি যে মেয়েটি সন্তানসম্ভাবা। ধারণা করা হচ্ছে, এক প্রতিবেশীর দ্বারা সে অন্তঃসত্ত্বা হয়েছে। তবে সোমবারের আগে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়নি। সোমবার এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
ফোনে বিরক্ত করায় যুবককে উলঙ্গ হাঁটালেন নারী কর্মীরা
ডেস্ক রিপোর্ট :: ফোনে মেয়েদের বিরক্ত করার অভিযোগে এক যুবককে উলঙ্গ করে রাস্তায় হাঁটালেন ভারতের …