আন্তর্জাতিক ডেস্ক: আইএসের যোগসাজশে হামলার সম্ভাবনা নিয়ে সব রাজ্য সরকারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আইএস নির্দিষ্ট কোনো দেশের জন্য হুমকি নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। আইএস নিয়ে ভারত সব সময় সতর্ক।”ওই নির্দেশনার বরাত দিয়ে এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আইএস ভারতে কোনো উল্লেখযোগ্য উপস্থিতি প্রতিষ্ঠা করতে না পারলেও কিছু তরুণকে তারা মৌলবাদী করতে সফল হয়েছে। ভারতের অধিবাসী বা দেশের বাইরে অবস্থানরতদের একটি নির্দিষ্ট অংশকে তারা তাদের কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হতে উদ্বুব্ধ করতে পেরেছে।”ওই কর্মকর্তা আরো জানান, “এছাড়া দেশে কার্যক্রম পরিচালনাকারী সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দেওয়ার সম্ভাবনা থেকে ভারতের সীমানায় আইএস সংশ্লিষ্ট হামলা চালনার ঝুঁকি দেখা দিয়েছে।’’নির্দেশনায় রাজ্য পুলিশকে বিশেষভাবে আইএস সম্পর্কিত কর্মপরিকল্পা পর্যালোচনা এবং পরিকল্পনা বের করা, কোন কোন জায়গায় হামলার ঝুঁকি রয়েছে সেগুলো চিহ্নিত করা এবং হামলার হুমকি নস্যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।কূটনৈতিক মিশন ও অন্যান্য বিদেশি অফিস বিশেষত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও ইসরায়েলসহ কয়েকটি দেশের প্রতিনিধি ও প্রতিষ্ঠানের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।এছাড়া বিদেশি বেশি চলাফেরা আছে এমন পর্যটন এলাকা, খেলোয়াড় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোরও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।উল্লেখ্য, গত কয়েক মাসে আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ থেকে কেরালার বেশ কয়েকজন তরুণকে দেশে ফেরত পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া গত জানুয়ারিতে সালমান মহিউদ্দিন নামে একজনকে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, যিনি তুরস্ক হয়ে সিরিয়ার উদ্দেশে দুবাইয়ের ফ্লাইটে ওঠার অপেক্ষায় ছিলেন। এসব রাজ্যে আইএসের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়ার প্রেক্ষাপটে ভারত সরকার এ সিদ্ধান্ত নিল।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
চীনে টর্নেডো-শিলাবৃষ্টিতে ৯৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাবৃষ্টির আঘাতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু …