সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের হোটেল আলী ব্রাদার্স থেকে রতীশ সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিকেলে হোটেলের ৩৮ নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রতীশ সরকার পার্শ্ববর্তী শাল্লা উপজেলার আদিত্তপুর গ্রামের রবীন্দ্র সরকারের ছেলে।
দিরাই থানার ওসি (তদন্ত) এবিএম দিলোয়ার হোসেন জানান, হোটেলের রেজিস্ট্রার খাতায় শাল্লা সদর উপজেলার বাসিন্দা রিমন চৌধুরীর ছেলে রয়েল দাশ পরিচয় দিয়ে গত ১ নভেম্বর থেকে অবস্থান করছিল রতীশ। তিনি জানান, হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদরের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …