মাছুম আহমদ: হত্যা মামলার তিন আসামিকে আদলতের আদেশ ছাড়া মুক্তি দেয়ায় সুনামগঞ্জের ডেপুটি জেলার ও দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে জেল কর্তৃপক্ষ। ডেপুটি জেলা আব্দুস সোবহানকে কারা অধিদপ্তর এবং কাররক্ষী শামসুজ্জামান ও জিয়া উদ্দিনকে সুনামগঞ্জের জেল সুপার সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনায় আদালত পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। জেল কর্তপক্ষ জানায়, গত ২৮ অক্টোবার ছাতক উপজেলার বাত্তিরকান্দি গ্রামের হত্যা মামলার তিন আসামি রুমেন, তারেক ও পাপলুকে জামিনের আদেশ ছাড়াই কারাগার থেকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাটি ‘ভুল’ করে সংঘটিত হয়েছে বলে দাবি করে কারা কর্তৃপক্ষ। পরে জেল থেকে জামিন ছাড়া মুক্তি যাওয়া তিন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। সুনামগঞ্জ কারাগারের জেল সুপার আজিজুল হক জানান, ঘটনায় দায়িত্বে অবহেলার করণে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কী কারণে তাদের মুক্তি দেয়া হয়েছে সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও নিম্নের সংবাদগুলো দেখতে পারেন...
বিশ্বনাথে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগে উপজেলার দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার …